করোনায় পশুর হাট এড়াতে ফার্ম থেকে গরু কিনলেন ক্রিকেটার মোসাদ্দেক

Slider জাতীয়


রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় এবার পশুর হাট এড়িয়ে গাজীপুরের এক প্রান্তিক খামারে এসে গরু কিনেছেন জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।

শুক্রবার রাতে জেলার শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের ডাচ বাংলা এলাকার ভাই ভাই এগ্রো ফার্ম থেকে ভারতীয় সাদা কালচে রং এর বলদ দু’লাখ ২০ হাজার টাকায় ক্রয় করেন তিনি।

গরু কিনতে এসে ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, গত বছর ময়মনসিংহ নগরীর পশুর হাটে গিয়ে কোরবানির গরু কেনা হয়েছিল। এবার বৈশি^ক মহামারি করোনা ভাইরাসে পুরো দেশকে অবরুদ্ধ। সেখানে কোরবানির ঈদকে সামনে রেখে সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকি এখন পশুর হাটে। এজন্য পশুর হাট এড়িয়ে ফার্ম থেকে গরু কেনার সিন্ধান্ত থেকেই বন্ধু সফিকুল ইসলামকে নিয়ে ফার্মে আসি। এসে গরু পছন্দ হওয়ায় কিনে ফেলেছি।

এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে পশুর হাট এড়াতে বলে তিনি অনলাইনে পশু দেখে ফার্মে এসে কোরবানির পশু কেনার জন্য পরামর্শ দেন।
করোনাকালে ক্রিকেট খেলা সাময়িক বন্ধ থাকায় এ বছর পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহ নগরীর কাঁচি গোলাপজান সড়কের নিজ বাড়ির আঙ্গিনায় কেনা গরুটি কোরবানি দিবেন বলেও জানান তিনি।
ফার্মের মালিক মো.রফিকুল ইসলাম বলেন, পশুর হাট এড়াতে আমরা অনলাইনে গরু বিক্রি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার দিচ্ছি। সেই প্রচার দেখেই অনেকেই আসছেন গরু কিনতে। আমরা স্বাস্থ্য বিধি মেনে গরু বিক্রির চেষ্টা করছি। আজ (শুক্রবার) ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত গরু কিনেছেন।

উল্লেখ: মোসাদ্দেক হোসেন সৈকত ২০১৬ সালে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩য় টি২০আইয়ে খেলার মধ্যে আন্তর্জাতিকে ক্রিকেট অঙ্গেনে অভিষেক ঘটে তার। এরপরে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী ক্রিকেটার হিসেবে অনেক ক্রিকেট টুনামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *