গাজীপুর: প্রতারক শাহেদ করিম এর সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ করিম এর নামে গাজীপুরের কাপাসিয়ায় স্বর্ণালংকার আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার এই মামলাটি দায়ের করেন কাপাসিয়া বাজারের জুয়েলারি ব্যবসায়ী চন্দন রক্ষিত।
মামলার বিবরণে উল্লেখ করেন, ৯ বছর আগে ১৯১১ সালে চন্দন রক্ষিতের দোকান থেকে মাসুদ পারভেজ স্বর্ণালংকার নিয়ে কিছু টাকা পরিশোধ করে পাঁচ লাখ টাকার চেক দেয়। কিন্তু চেক দেয়ার আগেই ওই হিসাব নম্বর মাসুদ পারভেজ বন্ধ করে দেওয়ায় আর টাকা তুলতে পারেনি চন্দন। এরপর থেকে দেই দিচ্ছি করে তালবাহানা করে দীর্ঘ ৯ বছরেও সেই টাকা পরিশোধ করেনি। সেই টাকা পেতেই মাসুদ পারভেজের নামে মামলাটি কাপাসিয়া থানায় দায়ের করেছেন চন্দন রক্ষিত। মাসুদ পারভেজ কাপাসিয়ায় তার এক বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে। চন্দন রক্ষিত ছাড়াও মাসুদের গ্রামে ও এলাকার আরো অনেক মানুষের অর্থ আত্মসাৎসহ নানা ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে।
এখন আইনগত ব্যবস্থা নেয়া হবে।