সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সখীপুরে ফুটবল খেলা দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল্লাহ ওরফে আবদুর রহমান (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর র্মমান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ ই জুলাই) সন্ধ্যায় ফুটবল খেলা দেখতে সখীপুর উপজেলার বেতুয়া কওমি মাদ্রাসার নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠলে সে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এরপরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে সখীপুর উপজেলার কালিয়ান টানপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী সোবহান খানের ছেলে এবং রফিকরাজু ক্যাডেট স্কুল সখীপুর শাখার ২য় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “বুধবার বিকেলে আবদুল্লাহ সখীপুর উপজেলার বেতুয়া কওমি মাদ্রাসা মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখতে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠে। খেলা শেষে ছাদ থেকে নামার সময় সে অসাবধনকাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।”
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা রাজিয়া বলেছেন, “আবদুল্লাহ হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।”
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেছেন, “লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”