গাজীপুরে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এ নিয়ে গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৯৩১। আজ বুধবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তের মধ্যে গাজীপুর সদরে ১৬ জন, কালিয়াকৈরে ১২ জন, কালীগঞ্জে ১ জন, কাপাসিয়ায় ২ জন ও শ্রীপুর উপজেলায় ৮ জন রয়েছেন।

এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩১। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৪৮৩ জন, কালীগঞ্জে ৩৫৪, কাপাসিয়াতে ২৭৫, শ্রীপুরে ৪৯৪ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ২ হাজার ৩২৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫০ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭১ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, গাজীপুর জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ হয়েছে। জেলা থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *