ডেস্ক: তিনি হলেন আলেসানে ওয়াতারা, আইভরি কোস্টের প্রেসিডেন্ট। ২০১৯ এর আগস্টে তিনি হজে গেছেন। হজে গিয়ে অতি সাধারণভাবে তাকে এই ভাবে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়।
রাষ্ট্র তাকে হজের খরচ দিতে চেয়েছিল তিনি নেন নাই।
সৌদি বাদশাহ তাকে অতিথি হিসাবে ট্রিট দিতে চেয়েছিলেন, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন।
উনি নিজের আয়ে, নিজের খরচে সাধারণ মানুষের মতো হজ করতে চেয়েছেন।
আর সেটাই উনি করেছেন।এই ছবিতে, তিনি তার সঙ্গী এবং তার জনগণ যারা নিজের টাকায় হজ সম্পন্ন করেছেন তাদের সাথে বিশ্রাম নিচ্ছেন।
মহান আল্লাহ্ উনার এবং উনার সহযোগীদের হজ কবুল করুন। আমিন।