তুমি চলে গেলে অতীত
তুমি তো শিখিয়েছো,
তুমি তো জানিয়ে গেলে,
প্রেম আর বিশ্বাস;
এখন শুধু মরণ ফাঁদ।
আপন নাকি পর,
কী ছিলাম ?
তুমি বলে গেলে,
মিথ্যে প্রেমের ছলে;
মন কুরে কুরে মরে।
তোমার নেই দোষ,
কেন মন দিলাম ?
অতীত তোমাকে এখনোও;
রেখেছি মনের এক কোণে।
যখন জীবনের প্রশ্নের উত্তর খুঁজি
তখন অতীত তোমার শরণাপন্ন আমি।
কেউ উত্তর না দিলেও,
জানি তুমিই সঠিক উত্তর দিবে।
এখনো অতীত আছো মনে,
তুমি না থাকলে,
বুঝতে পারতাম না,
জীবন কত মধুর;
কত না মন জ্বলে।
কী করে অতীত তোমাকে ভুলি ?
তুমি আছো বলেই,
মনের বাগান নতুন রূপে সাজে।
ভালোবাসার মুকুল,
যেন আর না ঝরে,
কী ঔষধ দিতে হবে ?
মন গেছে জেনে ।
আহাম্মদ আলী
সাংবাদিক ও কবি।