মনের জানালায় আবদ্ধ হৃদয়ের বন্ধন
মেঘলা আকাশ ছুঁয়ে দেয় বিষন্ন মন
চারদিকে নেই উল্লাস,
বদ্ধ ঘরে সবাই বৃষ্টির ছন্দে মাতে
বৃষ্টিতে ভেজা সন্ধ্যারাতে ।
বর্ষার বৃষ্টিতে মন ভিজে যায়
মন নেচে উঠে বরিষ ধারায়
মন ভাঙ্গানিয়া সুর কানে বাঁজে
পড়ন্ত বেলায় এলোমেলো হয় মন শত কাজে।
মৃদু হাওয়া মনের মাঝে কম্পিত হয়
বৃষ্টির ছন্দে মাতাল এ হৃদয়
দক্ষিণার জানালার ধারে বসে বৃষ্টির টুপটাপ শব্দ কান পেতে শুনি
সেই ছন্দে কেটে যায় বিনিদ্র রজনী ।
বৃষ্টিস্নাত রাত্রির শত স্মৃতি আছে জড়িয়ে
তব বীণার সুর বাঁজে স্মৃতিময় মনের উঠোনে
ধুয়ে যায় বিষন্নতা বৃষ্টির স্রোতধারায়
মেঘে ঢাকা বিষন্ন মনে, জীবনের সহস্র গল্প রচিত হয় ঘন বরষায়।