গাজীপুর:সদর উপজেলার ভাওয়াল বাড়ীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৯৪১ ইং সনে প্রতিষ্ঠিত। স্থানীয়ভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক প্রসিদ্ধ। পুরাতন বিদ্যাপিঠ হিসেবে সুনামের সাথে ঐতিহ্য ধরে রেখেছ।
বাড়ীয়া ইউনিয়নের নাম অনুসারে ভাওয়াল পরগণার ইতিহাস বহন করে। প্রায় ৪ একর জমির উপর ১৯৪১ ইং সনে প্রতিষ্ঠিত।প্রথম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মেহের আলী মোলস্না। ১৯৭১ইং সনে পাক হানাদার বাহিনীদের হাত থেকে রেহায় পায়নি বিদ্যালয়টি। আগুন লাগিয়ে বিধ্যালয়টির প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে দিয়েছিল।এলাকার জনগনের সহযোগীতায় বর্তমানে বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসাবে আত্ন প্রকাশ করেছে। সম্পুণৃ গ্রমীন পরিবেশে কোলাহল মুক্ত ছায়াঘন পাখির কলরবে মন কেড়ে নেয়।