মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পিপুলিয়া এলাকায় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন।
১১ই জুলাই শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের পিপুলিয়া এলাকায়, টঙ্গীর দিক থেকে আসা বাদশা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব- ১১-৪৭৩৪) সাথে ঘোড়াশালের দিক থেকে যাওয়া একই পরিবহনের আরেকটি বাসের (ঢাকা মেট্রো ব- ১৪-৪৬১৯) মুখোমুখি সংঘর্ষ হয়।
উক্ত সড়ক দুর্ঘটনায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী, দীনা নাজনীন (৪০) নামে একজন নিহত হয়েছেন।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল সড়কের পিপুলিয়া এলাকায় শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে বাদশা পরিবহনের ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ২টি রাস্তার দুপাশে খাদে পড়ে যায়। থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দীনা নাজনীন নামে একজনকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি।
এ সম্পর্কে জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন।
এ সম্পর্কে কালীগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আব্দুল হালিম বলেন, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে কালীগঞ্জের পিপুলিয়া নামক স্থানে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ২টি রাস্তার দুপাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে দীনা বেগম নামে একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এছাড়া দুর্ঘটনায় আহত আরো কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সম্পর্কে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনার শিকার দীনা বেগম নামে এক নারীকে সকাল সাড়ে ৯ টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
এ সম্পর্কে পল্লী মঙ্গল কর্মসূচী’র মিরের বাজার শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, নিহত দীনা বেগম আশুলিয়ার জিরাবোতে অবস্থিত পল্লী মঙ্গল কর্মসূচী’র প্রধান শাখায় অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন। আজকে সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার উদ্দেশে রওনা হলে কালীগঞ্জের পিপুলিয়া এলাকায় ২টি বাসের সংঘর্ষ হয়। এতে দীনা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সম্পর্কে দুর্ঘটনার শিকার একটি বাসের যাত্রী লটকন আবুল কালাম বলেন, আজকে সকল সাড়ে ৭ টার দিকে শিমুলিয়া এলাকার পূবাইল ফেরিঘাট ব্রিজের পাশে বাদশা পরিবহনের ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। পরে দেখি আমি পানির নিচে। তারপর কিভাবে যে উপরে এলাম বলতে পারছিনা।