গ্রাম বাংলা ডেস্ক:
নাইজেরিয়ার কাছে ০-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বসনিয়া। আর শনিবার দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে সুপার ঈগলখ্যাত নাইজেরিয়া। সেইসাথে তাদের দ্বিতীয় রাউন্ডও অনেকটা নিশ্চিত হয়ে গেছে।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এবারই প্রথম খেলতে এসেছিল বসনিয়া। কিন্তু প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-২ গোলে এবং শনিবার নাইজেরিয়ার কাছে ০-১ গোলে হেরে তাদের বিদায় নিতে হলো।
দুই ম্যাচ শেষে নাইজেরিয়ার সংগ্রহ চার পয়েন্ট। গ্রুপ পর্বে সুপার ঈগলদের শেষ ম্যাচটি খেলতে হবে আর্জেন্টিনার বিপক্ষে।
শনিবার প্রথমার্ধের ২৯ মিনিটে নাইজেরিয়া এগিয়ে গিয়েছিল পিটার ওডেমিউঙ্গির গোলে। গোল শোধের মরিয়াা চেষ্টা চালিয়েছিল বসনিয়া। কিন্তু গোলরক্ষক ভিনসেন্ট এনেইয়ামাকে ফাঁকি দিয়ে সুপার ঈগলদের জালে বল জড়াতে পারেননি বসনিয়ার খেলোয়াড়েরা। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে বসনিয়ার তারকা স্ট্রাইকার এডিন জেকোর একটি শট ফিরে এসেছে নাইজেরিয়ার গোলপোস্টে লেগে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে আফ্রিকান চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে এটা ছিল ১৯৯৮ সালের পর নাইজেরিয়ার প্রথম জয়। সেবার তারা বুলগেরিয়াকে হারিয়েছিল ১-০ গোলে। পেয়েছিল দ্বিতীয় রাউন্ডের টিকিট। তারপর দুইটি বিশ্বকাপে অংশ নিয়ে আর প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি নাইজেরিয়া।