ঢাকা: শঙকা বাড়ছে আশাতীত শুরু হল বৃষ্টি।আবহাওয়া অফিসের তথ্য ঠিক থাকলে এক সপ্তাহ হবে মৌসুমী বৃষ্টিপাত। এমন হলে বন্যার মাত্রা বাড়বে। করোনায় কাবু আমরা বন্যায় বন্দি হতে পারি। সামনে কোরবানী বাজার ও ঈদের সমাগম। এতে বাড়বে করোনার সংক্রমন। হে আল্লাহ মানুষকে রক্ষা কর।