সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ সখীপুর পৌরপৌরসভার মেয়র করোনায় আক্রান্ত হওয়ার পর ওই পরিবারের তিন জনসহ ৫ জন আক্রান্ত হয়েছেন।আজকে শুক্রবার (১০ ই জুলাই) সকালে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর পূর্বে গত বুধবার সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানিয়েছেন, “গত বুধবার পৌরসভার মেয়রের দেহে করোনা শনাক্ত হয়। এর পর তার স্ত্রী, ছেলে, ছেলের বউ, নাতি ও বাড়িতে থাকা এক কর্মচারী, পৌরসভার ৫নং ওয়ার্ডের এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।”
তিনি আরও জানান, “শুক্রবার সকালে তাদের জানানো হয়েছে মেয়রের স্ত্রী হাসিনা আজাদ (৫৫), ছেলে বউ শারমিন সেলিম জ্যোতি (২৮), নাতি আদিয়ান রাজ আজাদ (৪), বাড়িতে থাকা কর্মচারী কার্তিক দাস, ও পৌরসভার ৫ নং ওয়ার্ডের মজিবুর রহমানের ছেলে মোশারফ হোসেনের দেহে করোনা শনাক্ত হয়েছে।”