কালীগঞ্জে সংক্রামক রোগ আইনে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড প্রদান

Slider গ্রাম বাংলা

মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সংক্রামক রোগ আইনে, স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ২৫০ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

৬ই জুন সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেছেন।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক বলেন, কালীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮” এর ২৪ ধারায়, স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরার কারনে ৩টি মামলায় নগদ ২৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি যাদের সাথে মাস্ক ছিলোনা তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *