বরিশালে জাটকাসহ আটক ৬ জনের অর্থদণ্ড

Slider গ্রাম বাংলা

Barisal_sm_809847484

বরিশাল: বরিশাল সদর উপজেলার লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৫ মণ জাটকাসহ ছয়জনকে আটক করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতেশ চন্দ্র সরকার তাদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।

জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ৩টার দিকে লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ তাদের আটক করে নৌ-পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতেশ চন্দ্র সরকারের আদালতে হাজির করা হলে তিনি ওই ছয়জনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।

বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, উদ্ধার করা মাছগুলো মঙ্গলবার সকালে বরিশাল নগরীর এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ভোলা সদর উপজেলার মো. বাবুল হাওলাদার, মো. বশির, মো. মিরাজ এবং দৌলতখান উপজেলার মো. বাবুল, মো. মাকসুদুর রহমান ও তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *