মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে পৌর ৩টি ওয়ার্ডে করোনা রোগী বেড়ে যাওয়ায় গত ১২ই জুন রাত ১২টা থেকে রেডজোন বা পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছিলো। যা আগামীকাল ৪ঠা জুলাই হতে প্রত্যাহার করা হয়েছে।
৩রা জুলাই শুক্রবার রাত পোনে ১১ টার দিকে কালীগঞ্জ পৌরসভার নিজস্ব ফেসবুক আইডিতে (Kaliganj Pourashava Gazipur) পৌর মেয়র মোঃ লুৎফুর রহমানের নির্দেশনায়, একটি বার্তা প্রেরণের মাধ্যমে রেডজোন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সকলের অবগতির জন্য পৌর মেয়র মোঃ লুৎফুর রহমানের প্রেরিত বার্তাটি তুলে ধরা হলো-
এতদ্বারা কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সম্মানিত পৌরবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল হতে রেডজোন এলাকার লকডাউন প্রত্যাহার করা হয়েছে। পৌর এলাকার সকল ব্যবসায়ীগন স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে পারবেন। তাছাড়া সকল জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবেন। মনে রাখবেন জীবন আপনার, আপনার জীবনের নিরাপত্তা আপনার হাতেই।
স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে বাঁচুন, দেশকে বাঁচান। দোয়া করি ভালো থাকুক আমার পৌরবাসী। সবাইকে ধন্যবাদ।