গাজীপুর: জেলার কালিয়াকৈর ও শ্রীপুর থেকে এক শিশু ও এক নববধুর লাশ উদ্ধার
হয়েছে। শিশু অপহরণ ও খুনের দায়ে আটক হয়েছেন ৪জন।
সোমবার মধ্যরা ১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া
এলাকা থেকে অপহরনের ৪দিন পর মোস্তফা কামাল (৮) নামে এক শিশুর মৃত:দেহ
উদ্ধার হয়েছে। ৪দিন আগে সে নিঁখোজ হয়।
র্যাব-১ এর সদস্যরা জনৈক জাকির হোসেনের কলোনীর একটি ঘরের সিলিংয়ের উপর
থেকে বস্তা বন্দি ওই মৃত:দেহটি উদ্ধার করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে
প্রতিবেশী রুবেল হোসেন (২২), মনসুর আলী মাতব্বর(৫৫), জাহাঙ্গীর আলম(৩৫) ও
বেবী(৪০) নামে চারজনকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব-১ এর লেফটেনেন্ট কমান্ডার শোয়াইব জানান, সফিপুর পূর্বপাড়া এলাকার
বাসিন্দা ও করনী কম্পোজিট মিলের স্যাম্পলম্যান জয়নাল আবেদীনের ছেলে
মোস্তফা কামাল ১৪ জানুয়ারী অপহরন হয়। অপহরনকারীরা মোবাইল ফোনে শিশুটির
মুক্তিপন হিসাবে ৫লক্ষ টাকা দাবী করলে জয়নাল আবেদীন কালিয়াকৈর থানায় একটি
সাধারন ডাইরী(জিডি নং-৫১২) করে। অত:পর র্যাব-১ সদস্যরা অপহরনকারী
রুবেলের মোবাইল ট্র্যাকিং করে তাকে আটক করে। পরে রুবেলের দেয়া তথ্যের
ভিতিতে অন্য ৩ জনকে আটক ও শিশুটির মৃত:দেহ উদ্ধার করা হয়। মোস্তফা কামাল
স্থানীয় দারুল আরকাম মডেল স্কুলের ২য় শ্রেনীর ছাত্র ছিল।
এদিকে সোমবার রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলা নয়নপুরে এক কিশোরী বধুর
ঝুলন্ত মৃত:দেহ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। কিশোরী গৃহবধুর নাম
পুষ্প আক্তার (১৬)।
স্থানীয়রা জানায়, রাজবাড়ী জেলার কালুখালী থানার বড় কূলকূড়িয়া গ্রামের
শহিদুল ইসলামের সাথে একই জেলার বাড়িয়াকান্দি থানার ঘিকূমলা গ্রামের পুষ্প
আক্তারের বিয়ে হয় মাত্র ২মাস পূর্বে। বিয়ের পর থেকে তারা নয়নপুর এলাকার
জনৈক সানোয়ার হোসেনের বাড়িতে ভাড়ায় বসবাস করছিলো। সোমাবার রাত ১০টার
দিকে স্বামী শহিদুল ঘরে ফিরে বন্ধ দরজার ফাঁক দিয়ে স্ত্রীর ঝুলন্ত
মৃত:দেহ দেখতে পেয়ে আর্তনাদ শুরু করলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ
রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহসীনুল কাদির ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।