দীর্ঘ ১৩ ঘণ্টা পর ডুবে যাওয়া লঞ্চের ভেতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন সুমন ব্যাপারী নামে এক ব্যক্তি। রাত ১০টার দিকে তাকে জীবিত উদ্ধার করা হয়। ডুবুরিরা যখন টিউবের মাধ্যমে লঞ্চটি ওপরে তোলার চেষ্টা করছিলেন এবং লঞ্চটির একাংশ ওপরে উঠে আসছিল ঠিক তখনই ওই ব্যক্তি লঞ্চ থেকে বেরিয়ে আসেন।
অবিশ্বাস্য এই ঘটনার জন্ম দেয়া সুমন ব্যাপারীর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর আব্দুল্লাহপুর। তাকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, কোস্টগার্ড ও নেভির কর্মকর্তারা তাকে উদ্ধারের পর তিনি চোখের ইশারায় কথার জবাব দেয়ার চেষ্টা করছিলেন। তবে দীর্ঘ সময় পানির নিচে আটকে থাকায় তার শরীরের তাপমাত্রা নেমে গিয়েছিল। তবে কিভাবে তিনি বেঁচে ছিলেন তা এখনো জানা সম্ভব হয়নি।
আপনার মতামত দিন