পাটকলের ২৫ হাজার শ্রমিককে স্বেচ্ছা অবসরে পাঠানোর সিদ্ধান্ত

Slider জাতীয়


সরকার ধারাবাহিকভাবে লোকসান গোনা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর প্রায় ২৫ হাজার স্থায়ী শ্রমিককে স্বেচ্ছা অবসরে (গোল্ডেন হ্যান্ডশেক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।আজ রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, পাটকলগুলোতে লোকসানের কারণে সরকার শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে এই খাতকে এগিয়ে নেয়ার চিন্তা করছে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া জানান, পাটকলগুলোতে ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী কর্মচারি রয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের চাকরির অবসান করতে। পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেয়ার পর পিপিপির (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) আওতায় পাটকলগুলোর আধুনিকায়ন করে উৎপাদনমুখী করা হবে। তখন এসব শ্রমিক সেখানে চাকরি করার সুযোগ পাবেন।

সচিব বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৮ হাজার ৯৫৪ জন পাটকল শ্রমিক অবসরে গেছেন। অর্থ সংকটে তাদের অবসর ভাতা দেয়া এখনও সম্ভব হয়নি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *