সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃত ব্যক্তি ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দী গ্রামের বাসিন্দা। এছাড়াও বৃহস্পতিবার (২৫ জুন) করোনার উপসর্গে একই এলাকার আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এদিকে পরিবার সূত্রে জানা গেছে যে, “তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাস-কষ্টে ভুগছিলেন। এরই মধ্যে কয়েকদিন ধরে করোনার উপসর্গ সর্দি-জ্বর ও কাশি দেখা দেয়। এরপরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে শুক্রবার রাত ১ টার দিকে তিনি মারা যান।”
আজকে শনিবার (২৭ শে জুন) দুপুরে ভূঞাপুর উপজেলা ইমাম পরিষদের সদস্যরা পৌর শহরের ঘাটান্দী আরফান আলী মহিলা মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। জানাজায় ভূঞাপুর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কোন লোকজন দেখা যায়নি।
এমনকি করোনার উপসর্গ থাকায় ওই ব্যক্তির দুই ছেলে ছাড়া জানাজায় অংশগ্রহণ করেনি তার স্বজনরা।
ভূঞাপুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতী শহীদুল ইসলাম ও কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান জানিয়েছেন, “করোনার উপসর্গ থাকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শনিবার দুপরে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।”