মো.মীর সোহেল মিয়া.কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সদরচালা এলাকায় শনিবার সকালে বন বিভাগের দখলকৃত ১ কোটি ৪০ লক্ষ টাকার জমি উদ্ধার করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্র জানায়, উপজেলার সদর চালা(টাওয়ার মার্কেট) এলাকার মো.দেলুয়ার হোসেন (ঢালু) ,ছেলে মো.সাখাওয়াত হোসেন, কৌচাকুড়ি মৌজার সরকারীর গেজেট ভুক্ত বনভূমি সি,এস নং-১৫০৬ ,আর এস দাগ নং-৩২৬৯। কালিয়াকৈর রেঞ্জে মৌচাক বন বিটের জমি জবর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিল।
এমন সংবাদ পেয়ে বন বিভাগের নেতৃত্বে মৌচাক ,চন্দ্রা, রঘুনাথপুর ,বাড়ইপাড়া বিট ও বনের উপকার ভোগীদের সাথে নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করেন। উদ্ধার কৃত জমির পরিমান ১০ শতাংশ যাহার বাজার মূল্য ১কোটি ৪০ লক্ষ টাকা ।
কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা একে এম আজাহারুল ইসলাম জানান , কারিয়াকৈর রেঞ্জের সংরক্ষিত বনভূমি জবরদখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।