সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী জেরিন আক্তার ৷
বুধবার (২৪ শে জুন) করোনার এই দুঃসময়ে বিবাহ অনুপযুক্ত মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন ঘাটাইল উপজেলার চান্দশী গ্রামের জয়নাল ৷ আর এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ৷
এরপরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিয়ে বন্ধ করে বাল্যবিয়ে আইন ২০১৭ এর ৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।