সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ মধুপুরের বনাঞ্চল এলাকায় একদল তরুণের উদ্যোগে নির্মিত হচ্ছে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। মধুপুর উপজেলার প্রত্যন্ত বনাঞ্চলের বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামের আনন্দ বাজার এলাকার জাহাঙ্গীর কবির তার বন্ধুদের সহযোগিতায় শুরু করেছেন এ কাজ।
বিগত এক যুগ ধরে একই এলাকায় আলোর ভূবন আদর্শ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে আসছেন তারা। সম্প্রতি তারা ১০ শয্যা বিশিষ্ট আলোর ভূবন হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেছেন।
এতে স্কুলে শিশুদের যেভাবে বিনামূল্যে পাঠদানের সুযোগ রয়েছে, ঠিক তেমনি হাসপাতালটিতেও গ্রামের হতদরিদ্র মানুষগুলো পাবেন বিনামূল্যে চিকিৎসা সেবা। আর এমনটিই জানালেন উদ্যোক্তাদের একজন।
এদিকে ২০১৭ সালের সেপ্টেম্বরে গঠিত হয়েছিল টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়ন। এতে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ইউনিয়নটির নেই কোনো স্থায়ী পরিষদ ভবন। বেরীবাইদ ইউনিয়নের ঘন বনাঞ্চলে ঘেরা ৩নং ওয়ার্ডের একটি গ্রাম দক্ষিণ জাঙ্গালিয়া।
গ্রামটির জনসংখ্যা ৫ হাজারের কিছু বেশি হলেও ভোটার সংখ্যা ১৪৭০ জন। তবে এখনও এ ওয়ার্ডের দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামে গড়ে উঠেনি কোনো সরকারি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়। আর নেই কোনো স্বাস্থ্য সেবার কমিউনিটি ক্লিনিকও।
উল্লেখ্য যে, পূর্বে গ্রামটি ছিল অরণখোলা ইউনিয়নের অর্ন্তভুক্ত। ১৯৯৬ সালে তৎকালীন অরণখোলা ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত হিসেবে ও বর্তমান বেরীবাইদ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের গ্রামে একটি, ৪ নং ওয়ার্ডের মাগন্তীনগর গ্রামে একটি আর ৮ নং ওয়ার্ডের বৈরাগী বাজার এলাকায় নির্মিত হয়েছে একটি করে কমিউনিটি ক্লিনিক।