মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ: গাজীপুরের কালীগঞ্জে পৌর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের রেডজোনে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে, ১৭ই জুন বুধবার বৃষ্টির মধ্যেও থানা পুলিশের চেকপোস্ট সহ করাকরি টহল কার্যক্রম চলমান রয়েছেন।
এ সম্পর্কে সরেজমিনে কালীগঞ্জ মহিলা কলেজের সামনে চেকপোস্টের ডিউটিতে থাকা, কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, কালীগঞ্জের রেডজোনে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম) বারের নির্দেশে, সার্কেল অফিসার পঙ্কজ দত্তের তদারকিকে, অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হকের দিক নির্দেশনায়, বুধবার সারাদিন বৃষ্টি থাকা সত্তেও পুলিশের চেকপোস্ট সহ করাকরি টহল কার্যক্রম চলমান রয়েছেন।
তিনি আরো বলেন, রেডজোনে জরুরী স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মী এবং ইউএনও অফিসের দেওয়া পরিচয় পত্র থাকা জরুরী খাদ্যের যানবাহন ও হোম ডেলিভারি সার্ভিসে নিয়োজিত লোক আর অ্যাম্বুলেন্স ছাড়া কোনো লোক বা যানবাহন প্রবেশ বা বাহির হতে দেয়া হচ্ছে না।