মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ১৬ই জুন মঙ্গলবার করোনা ভাইরাসের সংক্রমণে ১ জন আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেকুর রহমান আকন্দ বলেন, কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে গত ২৪ ঘন্টায় ৫৫ টি নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাপ্ত রিপোর্টে কালীগঞ্জ পৌরসভার ১ জন পজেটিভ সনাক্ত হয়েছেন।
তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে মঙ্গলবার পর্যন্ত ১৬৫৫ টি নমুনা পরীক্ষায় ১৯৮ জন পজেটিভ সনাক্ত হয়েছে। চিকিৎসায় আক্রান্তদের মধ্যে ১২৬ জন সুস্থ্য হওয়ার পাশাপাশি ৩ জন মৃত্যু বরণ করেছেন। সুস্থ্যদের ৭-১০ দিন পরপর নমুনা সংগ্রহ করে পুনঃপরীক্ষা করা হবে। এখনো আক্রান্ত ৬৯ জনের সকলকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।