সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচি পালনের উদ্দেশ্যে হচ্ছে লক্ষীপুরের হিরামনি ও নেত্রকোনার বারহাট্রার মারুফাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবি।
আজকে মঙ্গলবার ( ১৬ ই জুন ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল শাখার নেতৃবৃন্দরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল শাখার সমন্বয়ক মো. আলিফ, কাউছার আহমেদ, প্রিয়ম, আছাদ সহ আরও অনেকেই।
আর এ সময় মানববন্ধনে বহন কারিদের কাছে প্ল্যাকার্ড এ লেখা ছিলো, “ধর্ষককে জামিন দিয়ে প্রতিবাদ কারীকে গ্রেফতার ঐ নীতির অবসান চাই, ধর্ষকের…কেটে দাও, রাজনীতি করা আমার সাংবিধানিক অধিকার, তবুও হুমকি কেন ? এছাড়াও জনতার অধিকার আমাদের অঙ্গীকার ইত্যাদি।