ঢাকা: সংসদ ভবনের পাশে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যেতে দলটির নেতাকর্মীদের বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং কলাবাগান থানা মহিলা দলের শতাধিক নেতাকর্মী মাজারে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। প্রায় এক ঘণ্টা ধরে তারা জিয়া উদ্যানের পাশে দাড়িয়ে আছেন।
পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার বলেন, সংসদের অধিবেশন থাকায় ওই এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে যদি কেউ ফুল নিয়ে মাজারে যেতে চান, সেক্ষেত্রে ফুলের রিং নিয়ে দুই জনকে সেখানে প্রবেশ করতে দেয়া হবে।
এদিকে সংসদের চারপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ওই এলাকায় জলকামান ও রায়োট কার নিয়ে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ অবস্থান নিয়েছে।