সারা দেশের নিম্ন আদালতের ১৩ জন বিচারক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চারজন বিচারক করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন। অপরদিকে নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ২৬ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের নিম্ন আদালতের বিচার কার্য পরিচালনা করতে গিয়ে ১৩ জন বিচারক ও ২৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায়আক্রান্ত হয়েছে। এছাড়া চারজন বিচারক করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন।
এর আগে গত ১৪ই জুন নিম্ন আদালতের করোনাভাইরাসে আক্রান্ত বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়ে নোটিশ জারি করে হাইকোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী স্বাক্ষরিত নোটিশে এ তথ্য চাওয়া হয়।