টঙ্গী: বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে হাটবাজার-দোকানপাট-শপিংমল। কিছুক্ষন আগে টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে এই কথা জানান।
ওসি লিখেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলার মধ্যে দোকানপাট পূর্বের মতো বিকেল ৪টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত দিয়ে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১৫ জুন) নির্দেশনায় অন্যান্য নির্দেশনার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনায় দিক নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়, হাটবাজার, দোকানপাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।
‘হাটবাজার, দোকানপাট ও শপিংমল আবশ্যিকভাবে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।’
গত ৩১ মে থেকে সাধারণ ছুটি শেষে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও অধিকংশই খোলেনি। ঈদের পর সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলা শুরু হয়েছে। নতুন সিদ্ধান্ত আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।