গাজীপুর: গাজীপুর জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৯২ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এই নিয়ে এই জেলায় মোট ২৩২৫ জন করোনায় আক্রান্ত ও মোট মারা গেছেন ২৫জন।
আজ সোমবার গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য দেয়।
তথ্যমতে, নতুনভাবে আক্রান্ত ৯২জন হলেন গাজীপুর সদরে ৭৬ জন, কালিয়াকৈরে ৯জন,কালিগঞ্জে ৪জন, কাপাসিয়ায় ৩জন।
মোট আক্রান্ত হল, সদরে ১৪৫৬, কালিয়াকৈরে ২৭১, শ্রীপুরে ২৪৮ জন, কালিগঞ্জে ১৯৭জন, কাপাসিয়ায় ১৫৩জন।