মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ৩য় দিনে রেডজোন এরিয়া পৌর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে গাজীপুর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, সংক্রামক রোগ ও সড়ক পরিবহন আইনে অর্থদণ্ড প্রদান করেছেন।
এ সম্পর্কে গাজীপুর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, কালীগঞ্জের রেডজোন এরিয়া পৌর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি আরো বলেন, এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে “সড়ক পরিবহন আইন- ২০১৮” এর ৬৬ ধারায় ২টি মামলায় ৫০০ টাকা ও “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮” এর ২৪ ধারায় ৩টি মামলায় ৯০০ টাকা, মোট ১৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।