বিল্লাল হোসেন নিজেস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বিপদ চন্দ্র দে (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) দুপুর ২টায় উপজেলার জিনারদী ইউনিয়নের লাখেরাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপদ চন্দ্র দে ঐ গ্রামের মৃত রবিন্দ্র চন্দ্র দে’র ছেলে। এটি নিশ্চিত করেন পলাশ থানার এসআই সাইদুর রহমান।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিপদ চন্দ্র দে আজ শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের পশ্চিম পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যায়। বাঁশ ঝাড়ের ভিতর দিয়েই তার বাড়িতে বিদ্যুৎ এর তার টানা ছিল। বাঁশকাটা শেষে ঝাড় থেকে বাঁশ বের করার সময় বিদ্যুৎ এর তারে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিপদ চন্দ্র দে’র মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, মৃত ব্যক্তির ব্যাপারে বাদীপক্ষের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মৃতের ছেলে কম লক্ষ চন্দ্র দে বাদী হয়ে পলাশ থানায় অপমৃত্যু মামলা করে।