বিল্লাল হোসেন নিজেস্ব প্রতিবেদক: গাজীপুর কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বেড়ে চলেছে করোনাভাইরাস সংক্রমণের হার। সর্বশেষ তথ্যানুযায়ী উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ১০ জন। সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৯০ জন। সুস্থ্য হয়েছেন ১১৩ জন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ সংক্রমণ মোকাবেলায় কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে শুক্রবার রাত ১২টা থেকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, সর্বশেষ তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ৩২ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর শুক্রবার দুপুরে ১০ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত উপজেলা হতে সর্বমোট ১৫০৩ নারী পুরুষের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পরীক্ষার পর সর্বমোট ১৯০ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত উপজেলায় এক মাসের শিশুসহ সর্বমোট ৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। সুস্থ্য হয়েছেন ১১৩ জন। সংক্রমণের হার বিবেচনায় এনে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড (কালীগঞ্জ পৌরসভার দড়িসোম, বালীগাঁও, ভাদগাতী, বড়নগর, চান্দাইয়া, চৌড়া নয়াবাড়ী ও খঞ্জনা) গ্রামকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লক ডাউন ঘোষণা করা হয়েছে। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে শুক্রবার (১২ জুন) রাত ১২ টা থেকে ব্যবস্থা নেয়া হবে।