ডেস্ক: আই পি এল করতে এবার বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার দেশের সব রাজ্য ক্রিকেট এসোসিয়েশনগুলোকে ইমেইল করে সৌরভ জানিয়ে দিয়েছেন যে এবারের আইপিএল হবেই। করোনা ভাইরাসের কারণে প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। ফ্রাঞ্চাইজি, সাম্প্রচারকারী টিভি সংস্থা, স্পন্সর সবাই চাইছে আইপিএল হোক। সৌরভ বলেননি, কিন্তু বলেছেন আইপিএল এর ডিরেক্টর ব্রিজেশ প্যাটেল, খেলা হতে পারে অক্টোবর – নভেম্বরে। অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণের ওপর আইপিএল কবে হবে তা নির্ভর করছে। আই সি সি টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে টালবাহানা করায় সৌরভ খুব বিরক্ত। প্রকাশ্যে সংঘাতের পথে যাচ্ছেন ভারতের বোর্ড প্রেসিডেন্ট।
আইপিএল না হলে ভারতীয় বোর্ড এর আয় কমবে চার হাজার কোটি টাকা। ভারতীয় বোর্ড চায়না এই ক্ষতি হোক, জানাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।