গাজীপুর: গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় নতুনভাবে আরো ১২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল ২১১৭ জন।
আজ বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস এই তথ্য দেয়।
নতুনভাবে আক্রান্ত ১২৯ জনের মধ্যে সদরে ৭৭, কালিয়াকৈরে ১১, কাপাসিয়ায় ১৬, কালিগঞ্জে ১১,ও শ্রীপুর ১৪,জন।
মোট আক্রান্ত ২১১৭ জনের মধ্যে সদরে ১৩৩৫, কালিয়াকৈরে ২২২, কাপাসিয়ায় ১৫০,কালিগঞ্জে ১৮০,ও শ্রীপুর ২৩০, জন।
আক্রান্ত ২১১৭ জনের মধ্যে সুস্থ হয়েছে ৩৪৭ জন।
গত ২৪ ঘন্টায় মৃত্যু ০১ জন সহ মোট মৃত ২০ জন।