গাজীপুর: গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন ৬০ জন করোনায় আক্রান্ত মোট আক্রান্ত ১১৮০
গাজীপুর: গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় নতুনভাবে আরো ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল ১১৮০ জন।
আজ রবিবার সিভিল সার্জন অফিস এই তথ্য দেয়।
নতুনভাবে আক্রান্ত ৬০ জনের মধ্যে সদরে ৫৩,কালিয়াকৈরে ০১, কাপাসিয়ায় ০২ কালিগঞ্জে ০৪ও শ্রীপুর ০০ জন।
মোট আক্রান্ত ১১৮০ জনের মধ্যে সদরে ৭৮২ কালিয়াকৈরে ১০৯ কাপাসিয়ায় ৮৯ কালিগঞ্জে ১৩৩ ও শ্রীপুর ৬৭ জন।l