করোনায় এবার প্রাণ গেলো কাউন্টার টেররিজমের ইন্সপেক্টর রাজুর

Slider জাতীয়


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর (পরিদর্শক) রাজু আহম্মেদ (৪০)। রোববার সকাল ১০ টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

জানা যায়, গত ২রা মে অসুস্থ বোধ করলে তিনি করোনা টেস্ট করান। পরীক্ষায় পজিটিভ আসে। এরপরই ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওইদিনই তার শারীরিক অবস্থার অবণতি হলে নেয়া হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে দশটায় মারা যান তিনি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, ইন্সপেক্টে রাজুর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি ঢাকা মহানগর পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এই প্রথম কোনো পরিদর্শক মারা গেলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে ডিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *