হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদের নামাজ আদায় করেছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামের শতাধিক পরিবার।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে করোনা ভাইরাসের কারণে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় জামে মসজিদে পবিত্র ইদুল ফিতর নামাজের ইমামতি করেন মাওলানা আব্দুল হামিদ। তবে বৃষ্টির কারণে জামাতে মুসুল্লির সংখ্যা কম ছিলো।
২০১১ সাল থেকে কালীগঞ্জ উপজেলার সুন্দ্রহবী, মুন্সিপাড়া, আমিনগঞ্জ, বালাপাড়া, পার্শ্ববর্তী আদিতমারী উপজেলার নামরী গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ইদুল ফিতরের ও ঈদুল আযহার নামাজ আদায় করে আসছে। প্রতি বছর একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।
কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সারা বিশ্বে একই দিন ঈদ হবে। এ বিশ্বাস থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এ এলাকার মানুষ শবে বরাত, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।