রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর শহরের বেরাইদের চালা এলাকা থেকে অবৈধ ভাবে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
(২২ মে শুক্রবার) সকালে শ্রীপুর উপজেলার পৌর এলাকায় বেরাইদেরচালা গ্রামে খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
শুক্রবার সকালে উপজেলার পৌর এলাকায় পৌর ভূমি অফিসের আওতাধীন বেরাইদেরচালা সংলগ্ন ৪৮ শতক সরকারী খাস জমি হতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা ভূমি অফিসের নাজির ও সার্ভেয়ার উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীপুর থানা পুলিশের একাধিক সদস্য সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা (এসিল্যান্ড) ফারজানা নাসরিন জানান, সরকারি খাস জমির উপরে অবৈধ স্থাপনার খবর পেয়ে আমি আমার লোকজন নিয়ে তা উদ্ধার করি। সরকারি খাস জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।
যেকোনো অন্যায় অনিয়মের খবর আমাকে জানালে আমি তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।