বিধবা তুমি কেমন
—–‐———–কোহিনূর আক্তার
বিধবা তুমি কেমন ?
এই সমাজে কূ-দৃষ্টি, কুসংস্কারের শুভ্র সহনশীল নিয়তিতে মলিন বিধবাকে ডুবে রাখে যেমন ,
বিধবারা থাকে তেমন ।
বিধবা তুমি কেমন ,
সীমাহীন দুর্ভোগে ঝড়ের মধ্যে ছোট্ট নিভু নিভু
প্রদীপ যেমন ।
ঠিক বিধবারা থাকে এমন ।
বিধবা তুমি কেমন ?
নর সাক্ষাত বড় পাপ
মনো হরসে বৃষ্টিতে ভিজা বড় অন্যায়
লাল টিপ , পরিপাটি জীবন কেনো হবে বিধবার
তা সমাজ্য মনে অকপটে প্রশ্ন টানে ।
বিধবা সেতো নিয়তির বিধিলিপি ।
সমাজ কাকে কি দিয়েছে ?
কেনো নেই এই প্রশ্ন জনমনে ?
সমাজ কি ?
কে সমাজ সংস্কারক?
সে কে তার ব্যক্তিত্ব টানা উচিত সংবাদ পত্রিকায়।
একজন বিধবার কাছে সমাজ টানে
নিত্যদিন জনমহলে বিধবার কথা আনে !
অন্ধ পেশায় কূ-দৃষ্টি আকর্ষণ করে কামুক কিছু
পুরুষমনে ।
সমাজ সংস্কারক সর্বদা থাকে হরি মত্তের হলে ।
ভোরের আলোয় পবিত্র হয় আতর শুভ্র জলে ।
বিধবা তুমি কেমন ?
নশ্বর জীবন সমাজ করলো দান
শত কষ্ট, শত অশ্রু মুছে রাখতে হয় সমাজের মান
বিধবাদের থাকতে হয় সাদা শাড়ীতে পাপ মুক্ত দেবীর
তুল্য । কিন্তু সংসার জীবনে যৌবনে দেবীত্ব যে থাকে না
এ যে সবার অজানা ।
সবার কাছে প্রশ্ন রেখে গেলাম ,
বিধবারা কেনো বিধবা ?
আর বিধবার সাথে কি জীবনও তাদের বিধবা ?
১৯/৫/২০
৹৹৹৹৹৹৹৹৹৹৹