ঢাকা: গত ১৭/০৫/২০২০ ইং তারিখ রাত ২২:৩০ ঘটিকায় সংবাদদাতা আমির আলি(৫৫) পিতা মৃত নবাব আলী সাং, গ্রামতলা থানা, বড়লেখা, জলা মৌলভীবাজার থানায় আসিয়া, তাহার ছেলের নিখোঁজ সংক্রান্ত জিডির আবেদনের প্রেক্ষিতে বড়লেখা থানার জি.ডি নং ৫৩২ তারিখ
১৭ / ০৫/২০২০ইং মূলে লিপিবদ্ধ করতো তাৎক্ষণিক থানা পুলিশ ভিকটিম সমছ উদ্দিনের সন্ধানে গত ১৮/০৫/২০২০ইং তারিখ রাত ১০:৩০ ঘটিকায় অত্র থানাধীন মহোম্মদ নগর সাকিনস্থ ভিকটিম সমছ উদ্দিনের ফিসারির পাশ্ববর্তী জনৈক রাজ্জাকের পরিত্যক্ত ঘরের মধ্যে গলাকাটা মৃত অবস্থায় সমছ উদ্দিনের লাশ উদ্দার করা হয়। পরবর্তীকালে মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্ত সম্পণ্ণ করিয়া লাশ মৃত দেহের পিতার নিকট হস্তান্তর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার( কুলাউড়া সার্কেল) মহোদয় এর নেতৃত্বে পুলিশ হেফাজতে থাকা ১। শচিন নায়েক ও জগাই (৩৫) পিতা মৃত সত্য নায়েক সাং রহমানিয়া চা বাগান। ২। হাফিজ রহমান( ২৮) পিতা, আজির উদ্দিন। সাং মোহাম্মদ নগর উভয় থানা বড়লেখা ও জেলা মৌলভীবাজার ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হেলাল উদ্দিন @ হেলাই পিতা, মৃত জহুর আলি সাং মোহাম্মদ নগর, থানা, বড়লেখা, জেলা মৌলভীবাজার গত ১৮ /০৫/২০২০ ইং বিকাল ১৭:০০ ঘটিকায় গ্রেফতার করা হয়। হেলাল উদ্দিন ওরফে হেলাইকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ২০:০০ অভিযান পরিচালনা করিয়া মোক্তার আলী (৪৫) পিতা মৃত জমির আলি সাং মোহাম্মদ নগর থানা বড়লেখা জেলা মৌলভীবার উভয়েরই। হেলাল উদ্দিন হেলাই পিতা মৃত জহুর আলী সাং মোহাম্মদ নগর এবং জসিম উদ্দিন (৪২)পিতা মৃত জহির আলী সং মোহাম্মদ নগর উভয়ের থানা বড়লেখা ও জেলা মৌলভীবাজার উক্ত হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছে এবং তাদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যাবহারকৃত ০৩ টি দা উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা যাইতে ছে নারীঘটিত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। উক্ত বিষয়ে বড়লেখা থানায় মামলা নং ০৯ তারিখ
১৮/ ০৫/২০২০ইং ধারা ৩২/৩৪ পেনাল কোড রুজু হইয়াছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। (ধন্যবাদ চৌকস পুলিশ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দকে যারা এই মৃত্যু রহস্যের জট খুলে অতি দ্রুত আসামীও গ্রৃফতার করে কোর্টে প্রেরণ করেদিয়েছেন ইতিমধ্যে।