মানুষকে নিজ নিজ ঘরে রাখতে রাতদিন কাজ করছে হাইওয়ে পুলিশ

Slider জাতীয়

রাতুল মন্ডল শ্রীপুর: জরুরি সেবা ছাড়া যে কারো ঢাকায় প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নাড়ীর টানে ঘরে ফেরা মানুষকে নিজ নিজ ঘরে মানুষকে রাখতে রাতদিন কঠোর পরিশ্রম করছেন মাওনা হাইওয়ে থানা পুলিশ। রোদ বৃষ্টি অপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে কর্মস্থল ত্যাগ না করার জন্য প্রতিনিয়ত কাজ করছেন।

মাওনা হাইওয়ে পুলিশ ঢাকা ময়মনসিংহ মহা সড়কে যে কোন গণপরিবহনকে যাত্রী পরিবহনে কঠোর ভূমিকায় হাইওয়ে পুলিশ।

মাওনা হাইওয়ে থানার ওসি মনজুরুল হক বলেন বলেন, যে যেখানে আছেন, সেখানে অবস্থান করবেন, কোথাও সমবেত হতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্য সুরক্ষা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তবে একান্ত জরুরি প্রয়োজন থাকলে তার বা তাদের বিষয়টি শিথিলযোগ্য করা হচ্ছে।

এ অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *