নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অসহায় কৃষক পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কয়েকটি কৃষক পরিবার।
(১৯ মে মঙ্গলবার) সকালে শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামের নতুন বাজার এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
কৃষক পরিবারগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আমির হোসেন। তিনি জানান, ওই এলাকার তাকওয়া নীটওয়্যার লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকেই কারখানার জমিদাতা পরিবারগুলোকে ঝুট ব্যবসার একটি অংশ প্রদান করে আসছে। সম্প্রতি ওই কারখানার অপর ঠিকাদার ডলফিন বেকারীর মালিক মোহাম্মদ আলী জমিদাতাদের ঝুট ব্যবসার অংশের ভাগ না দিয়ে দেশের নামকরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংসদ সদস্য ও মন্ত্রীদের নাম ভাঙ্গিয়ে হুমকি দিচ্ছে। এছাড়াও কারণে-অকারণে থানায় মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করে পুলিশি হয়রানি করে আসছে। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বিভিন্ন সন্ত্রাসীদের দিয়ে মেরে ফেলার হুমকি দেয়।
এবিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ আলীর মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। আমি কারখার বৈধ ভাবে দীর্ঘ দিন থেকে ব্যবসা করে আসছি।