তুই হয়তো আমাকে আর খুঁজবি না,
কখনও কিংবা কোনো দিন।
সব খোঁজাখুঁজির অবসান হবে অচিরেই,
আমিও হারিয়ে যাবো তোর অনাদর, অবজ্ঞায়।
ঠোঁটের কার্ণিশে ঝুলে অব্যক্ত দীর্ঘশ্বাস!
চোখ বারান্দায় জমে আছে বর্ষার জলছাপ,
অস্পষ্ট চোখে কি যেনো খুঁজে মন
সব আজ ধূসর, বিবর্ণ।
রংহীন জীবনে বৈধব্য বিলাস,
বিধবা নারীর মতো আমিও আজ
অপাংক্তেয় অনেকটাই।
স্মৃতির মলাটে বন্দি সকল স্বপ্ন,
স্বপ্নেরা আর উড়বে না জানি তোর আকাশে।
তোর আকাশ আজ বেদখল,
আমার স্বপ্নেরা ধুলো ময়লায় গড়াগড়ি খায়,
অলক্ষ্যেই তুই হয়তো তা মাড়িয়ে যাবি নির্দ্বিধায়।
তোর পদতলে পিষ্ট হয়েই
বিদায় নিবো আমি-
এভাবেই হারিয়ে যাব আমি আজন্মের মতো।