করোনার নিঃসঙ্গতা কাটাতে সঙ্গী খুঁজে নেওয়ার পরামর্শ ডাচ সরকারের

Slider জাতীয় টপ নিউজ বিচিত্র


আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে কঠোর নিয়মকানুন সমেত লকডাউন আরোপ করার পর ব্যপক সমালোচনা হয়েছে নেদারল্যান্ডস সরকারের। সেই সমালোচনা কাটাতেই কিনা এবার বেশ মানুষ-উপযোগী পরামর্শ দিয়েছে সরকার। লকডাউনের সময় কাটাতে নাগরিকদের উদ্দেশ্যে জারি করা পরামর্শে সিঙ্গেল নারী ও পুরুষ, যাদের স্থায়ী যৌনসঙ্গী নেই, তাদের ‘সেক্স বাড্ডি’ খুঁজে নিতে বলছে সরকার। এ খবর দিয়েছে গার্ডিয়ান। খবরে বলা হয়, নেদারল্যান্ডস সরকার গতানুগতিকভাবেই বেশ খোলামেলা পরামর্শ জারি করতে পারদর্শি। দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট ফর পাবলিক হেলথ অ্যান্ড দ্য এনভারনমেন্ট (আরআইভিএম) থেকে জারি করা সরকারি পরামর্শে সম্প্রতি কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন পরামর্শে বলা হচ্ছে যে, যেসব নাগরিকের স্থায়ী যৌনসঙ্গী নেই, তারা পারস্পরিকভাবে সন্তোষজনক সমঝোতার মাধ্যমে সমমনা ব্যক্তিদের সঙ্গে জুটি বাধতে পারেন। আরআইভিএম-এর বিজ্ঞানীদের পরামর্শেই ২৩শে মার্চ থেকে দেশজুড়ে লকডাউন আরোপ করেছে সরকার।

কোনো বাড়িতে সর্বোচ্চ ৩ জন মানুষ যেতে পারবে বলা হলেও বাড়ির ভেতর তাদের ১.৫ মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে। দৃশ্যত একসঙ্গে বাড়িতে না থাকলে, বাইরে বসবাসরত সঙ্গীর সঙ্গে সেক্স না করতেই এই পরামর্শ দেওয়া হয়েছিল। এই নির্দেশনার পর ব্যপক সমালোচনা তৈরি হয়। অবশেষে আরআইভিএম স্বীকার করে নিয়েছে যে, সিঙ্গেল মানুষজন, যাদের সঙ্গী হয়তো একই ছাদের তলায় থাকে না, তাদেরও শারীরিক সংস্পর্শ পাওয়ার চাহিদা থাকে। তাই বিষয়টি অনুমোদন দিয়েছে সরকার। তবে এ-ও হুশিয়ারি করে দিয়েছে যে, সেসব ক্ষেত্রেও যথাসম্ভব ঝুঁকি কমানোর চেষ্টা করতে হবে। নির্দেশিকায় বলা হয়, ‘সঙ্গীর সঙ্গে আলোচনা করুন যে এটা একসঙ্গে করার সবচেয়ে ভালো উপায় কী। যেমন, একজন মানুষের সঙ্গেই শারীরিক বা যৌন সংস্পর্শের জন্য মিলিত হোন। তিনি হতে পারেন, আলিঙ্গনদায়ী বন্ধু কিংবা যৌন বন্ধু।’ তবে সেক্ষেত্রে শর্ত হলো যে, আপনি সুস্থ থাকতে হবে। ওই ব্যক্তির সঙ্গেই ঠিক করে রাখুন যে, আর কোন কোন ব্যক্তির সঙ্গে আপনাদের ভয়েরই দেখা করতে হতে পারে। যত বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন, ততই আপনাদের সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে।’ যারা ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বা সন্দেহভাজন হিসেবে কোয়ারেন্টিনে গেছেন, তাদের সঙ্গীদের জন্যেও পরামর্শ রেখেছে আরআইভিএম। এতে বলা হয়, ‘যদি করোনাভাইরাস সংক্রমণের সন্দেহে আপনার সঙ্গি আইসোলেশনে চলে যান, তাহলে তার সঙ্গে সেক্স করবেন না। তবে স্বমেহন করা যাবে। আপনারা একসঙ্গে স্বমেহন কিংবা একে অপরকে উত্তেজক গল্প শোনানোর কথা বিবেচনা করতে পারেন।’ এর আগে ডাচ সরকারের কঠোর নির্দেশনা নিয়ে দেশটিতে অনেক সমালোচনা হয়েছিল। হেত পারুল পত্রিকায় জেন্ডার ইস্যু বিশেষজ্ঞ সাংবাদিক লিন্ডা দুইটস লিখেছিলেন, ‘যৌনতা একটি মানবাধিকার।’ তিনি বলেন, ‘শারীরিক ঘনিষ্ঠতা ও সংস্পর্শ বিলাশিতার কিছু নয়। এগুলো মৌলিকভাবে প্রয়োজনীয় বিষয়। এইডস রোগের প্রাদুর্ভাগ থেকে আমরা যদি একটা কিছুও শিখে থাকি, তা হলো, সেক্স না করাটা কোনো সমাধান হতে পারে না।’ এ ধরণের সমালোচনার সাম্প্রতিক সপ্তাহগুলোতে লকডাউন শিথিল করতে শুরু করেছে ডাচ সরকার। সোমবার স্যালুন ও পার্লার খুলে দেওয়া হয়েছে। ১ তারিখ থেকে রেস্তোরাঁ, বার ও সিনেমা চালু হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *