সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জেল- জরিমানা করা হয়েছে।
কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান জানিয়েছেন,”মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইন ২০১৮ এর ২৫ এর ২ ধারায় ৪ দোকান ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
উল্লেখ্য যে, সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আমির হোসেন সিদ্দিকীর ছেলে মোঃ শামীম সিদ্দিকীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।