মন বালকের কাছে বিষণ্ণ চিঠি(৫)—-খায়রুন নেসা রিমি

Slider সাহিত্য ও সাংস্কৃতি


(মন বালকের কাছে বিষণ্ণ চিঠি)
চিঠি নং -৫
——-খায়রুন নেসা রিমি
প্রিয় মন বালক,
আজ আমার মনটা বড় বেশি খারাপ।
ভীষণ কষ্ট মনের মাঝে।
তুমি তো জানো তোমাকে ছাড়া আর কারো কাছেই আমি আমার একান্ত কিছু কষ্টের কথা শেয়ার করি না।
কষ্ট শেয়ার করার জন্য হলেও
একজন মনের মতো বন্ধু প্রয়োজন।
তুমি আমার তেমন একজন বন্ধু।
যার কাছে যেকোনো কষ্টের কথা
নিঃসংকোচে বলে দিয়ে হাল্কা হয়ে ফড়িংয়ের মতো আকাশে ওড়াওড়ি করা যায়।
আমি তোমাকে আমার কষ্টকথার সাথী করতে চেয়েছিলাম।
চেয়েছিলাম আমার দুঃখগুলো তোমার সাথে
শেয়ার করে
একজন সুখবতী নারী হয়ে উঠতে।
তাই অকপটে গড়গড় করে বলে গেলাম
আমার যত লুকানো কথা।
যা আমি কাউকে কোনোদিন বলিনি
তা আমি তোমাকে বলেছিলাম।
তাতেই তুমি আমায় ভুল বুঝলে।
আমার দুর্বলতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে,
সেই অস্ত্র আমার দিকে তাক করে আমাকেই
পাল্টা আঘাত হানলে।
আমি কত বড় বোকা!!
আমি বুঝতেই পারিনি তোমাকে।
অথচ তোমার প্রতি আমার পাহাড় সমান বিশ্বাস ছিল।
আমি বার বার বিশ্বাস করে ঠকে যাই–
কি এক অজানা কারণে
তুমি মুখ ফিরিয়ে নিয়েছো
আমার কাছ থেকে।কিসের এত রাগ আমার উপর? আমি কিছুই বুঝি না।
রাগের চেয়ে অহঙ্কারটা একটু বেশি
তোমার।দুূদিনের দুনিয়ায়
কি নিয়ে এত বড়াই করো?
এই করোনায় কে মরবো, কে বাঁচবো
তারইতো ঠিক নাই।
তবে যদি করোনার থাবা থেকে বেঁচেই যাই
তবে কথা দিলাম,
আর কখনই আমি তোমার সাথে কোনো
যোগাযোগ রাখবো না।
তোমার অহঙ্কার ধুয়ে তুমি পানি খাও।
আমি তোমার অহংকারকে পায়ে মাড়িয়েই বেঁচে থাকবো তোমার স্মৃতিকে আগলে রেখে।
প্রতিটি মানুষের জীবনে কিছু গোপন দুঃখ থাকা ভালো।তুমি আমার সেই গোপন দুঃখ।
মন ছটফটানির দিনগুলোতে তোমার স্মৃতির জাবর কেটে তোমাকে আমি খুঁজে নিব
একান্তই আমার করে।
মনের অজান্তেই সেই আগের মতো বিড়বিড় করে বলবো আমার পাওয়া না পাওয়ার কষ্ট কান্নার কথা।
হঠাৎ যখন খেয়াল হবে,
আমার কথাগুলো শোনার মতো কেউ নাই পাশে,
আমি শুধু পাগলের প্রলাপ বকছি-
তখন বিষণ্ণ মনে চিৎকার করে বলবো,
মন বালক,
আমি আমার দুঃখ শেয়ার করার মতো একজন
বিশ্বস্ত বন্ধু চেয়েছিলাম।
এর বেশি কিছু চাই নি।
তুমি অযথাই আমাকে ভুল বুঝলে।
তবুও তুমি ভালো থাকো।আমি এক কষ্টকন্যা।
কষ্টগুলো একান্তই আমার হয়ে থাক।

কষ্টখেকো নারী আমি
কষ্ট খেয়েই থাকি,
মনের মাঝে তোমার ছবি
যত্ন করে রাখি।
শুভকামনা তোমার জন্য।
কখনও আর খুঁজো না আমায়।

ইতি
তোমার বিষণ্ণ বালিকা
১৬-০৫-২০
বিকাল-৫ টা ৩৫ মিনিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *