চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। আর এমন বিপর্যয়ের মাঝেই এবার দেশটির পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। গত ক’দিন ধরে কিছু পরাঘাতের পর এই ভূমিকম্প আঘাত হানল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) ভোরে (বাংলাদেশ সময় বিকেলে) নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের মাত্রা তীব্র হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।