রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে নান্দিয়াসাঙ্গুইন এলাকায় শীতলক্ষ্যা নদীর তিন মোহনায় ইঞ্চিন চালিত নৌকা থেকে পরে নিখোঁজ সানি (২২) মরদেহ প্রায় ২৬ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার বেলা সাড়ে তিনটায় সানির মরদেহ নদী থেকে উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে নৌকা থেকে নদীতে পরে গিয়ে সে নিখোঁজ ছিল। সানি শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন
ম্যানেজার রাম প্রাসাদ পাল জানান, সানি মূলত ভাঙ্গারীর (পুরাতন মালামালের গুদাম) কাজ করতো। বৃহস্পতিবার দুপুরে বরমী বাজার খেয়া ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় চড়ে কাজের উদ্দেশ্যে ত্রিমোহনী এলাকার যাচ্ছিল। নান্দিয়াসাঙ্গুইন এলাকায় নৌকাটি পৌঁছলে অসাবধানতাবশত নৌকা থেকে সে পরে
নিখোঁজ হয়। স্থানীয়রা বিভিন্ন ভাবে খোঁজাখুজি করে নদীতে তার সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।
শুক্রবার সকালে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন। পরে দুপুর দুইটার দিকে নদীর ভাটি এলাকায় তার মরদেহের সন্ধান পায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল।