“নেইতো কিছুই আগের মতো”
———খায়রুননেসা রিমি
নেইতো কিছুই আগের মতো
সময় ভীষণ বৈরী,
করোনা কালে সবাই যেন
মরার জন্য তৈরি।
কখন যে কে চলে যাবে
না ফেরার দেশে,
ভীড়ের মাঝে করোনা ভাইরাস
ঘুরছে ছদ্ম বেশে।
সব জেনেও কেন যে মোরা
ঘরের বাইরে যাই,
মোদের দেখে করোনা ভাইদের
খুশির সীমা নাই।
দিনে দিনে বাড়ছে রোগী
মরছে মানুষ বেশ,
দোহাই তোদের বাইরে গিয়ে
জীবন করিস না শেষ।
দিন ফিরলে শপিং হবে
গাইবে খুশির গান,
সবাই এখন ঘরে থেকে
বাঁচাও আগে প্রাণ।
১৫-০৫-২০
বিকাল ৫ টা ৪৫ মিনিট