চুয়াডাঙ্গা: কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে চুয়াডাঙ্গায়। বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিট থেকে প্রায় আধাঘণ্টাব্যাপী বয়ে যায় কালবৈশাখী। তবে ৫৫ কিলোমিটার সর্বোচ্চ গতির ঝড়ের স্থায়ীত্ব ছিলো প্রায় পাঁচ মিনিট। এতে জেলার অনেক স্থানে গাছপালা ভেঙে পড়ে গেছে। কৃষি ফসলের ব্যাপক ক্ষতিও হয়েছে। এতে বিদ্যুতের তার ছিড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। ফলে শুক্রবার বেলা ১২ পর্যন্ত চুয়াডাঙ্গা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার ওপর দিয়ে ৫৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। পাঁচ মিনিটের মূল ঝড়ে জেলার অনেক স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতের ঝড়ে চুয়াডাঙ্গা জেলায় আম, কলা, পান ও পেঁপের ক্ষতি হয়েছে। ঝড়ে অনেক স্থানে পানবরজ পড়ে গেছে। ভেঙে গেছে কলা ও পেঁপে গাছ। তবে, ধানের ক্ষতি হয়নি। কাটতে বাকি আছে এমন ধান ক্ষেতে পড়ে গেছে। এতে শ্রমিক খরচ একটু বাড়বে। তাছাড়া বেশি ক্ষতি হবে না।